বলিউডের অভিনেতা রাজা মুরাদের মৃত্যু নিয়ে ছড়ানো গুজব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এবার থানায় অভিযোগ করলেন তিনি।
শুক্রবার (২২ আগস্ট) মুম্বাইয়ের অম্বোলি থানায় গিয়ে রাজা জানান, জীবিত থেকেও বারবার নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। এ কারণে মর্মাহত হয়ে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ অভিনেতার অভিযোগ, কোনো এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘোষণা করে দেন, রাজা মুরাদের মৃত্যু হয়েছে!
ওই পোস্টে অভিনেতার জন্ম তারিখের পাশাপাশি মৃত্যু তারিখের উল্লেখও করে দিয়েছিলেন ওই নেটিজেন। শুধু তাই নয়, পোস্টে শ্রদ্ধা জ্ঞাপনও করা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই বহু মানুষের ফোন আসতে শুরু করে অভিনেতার বাড়িতে। তিনি যে জীবিত, এই জবাবদিহি করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছেন।
তার দাবি, যিনি এই কাজ করেছেন তার মানসিকতা যে খুবই খারাপ, সেই বিষয় নিয়ে সন্দেহ নেই। এই বিষয় নিয়ে অনেকে মজা করলেও আদতে ব্যাপারটা নিয়ে ভীষণভাবে বিরক্ত অভিনেতা।
কেকে/এজে