চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা মো. লোকমান এবং নিহতের বন্ধু মানিক ও রাহাত নামের দুই কিশোরকেও পিটিয়ে আহত করা হয়। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাকটর আলী তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই এলাকার বাসিন্দা মো. লোকমানের পুত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের উপর বেধড়ক মারধর করে স্থানীয় কয়েকজন। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এসময় মাহিনকে বাঁচাতে আসলে তার বাবাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
নিহতের ফুফি সুখী বেগম বলেন, "মাহিনরা কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় সন্দেহবশত তাদের উপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। তাকে পূর্ব-পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কাদের বলেন, "চুর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।"
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় একটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। পরে তাদের ধরে এনে পিটানো হয়। এতে মাহিন নামের এক তরুণের মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।” ওসি আরো বলেন, "কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।"
কেকে/এআর