শ্রেষ্ঠ মৎস্য চাষিকে পুরস্কার প্রদান
চকরিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
এম.মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:৪২ পিএম

ছবি : প্রতিনিধি
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মৎস্য সম্পদকে সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিতে চকরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়।
সোমবার (১৮ অগাস্ট) সকাল ১১টার দিকে আয়োজনে শুরুতে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ মধ্যদিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মেরিন ফিসারিশ কর্মকর্তা এ জেড এম মোছাদ্দেকুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ইফতেখার আহমেদ। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে প্রান্তিক মৎস্যচাষী ও বিভিন্ন ব্যাক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা সময়ের দাবি। মাছ শুধু প্রোটিনের উৎস নয়, এটি আমাদের অর্থনীতি ও জীবিকার অন্যতম চালিকা শক্তি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এ খাতের উন্নয়ন সম্ভব নয়। দেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনযোগী হতে হবে। নইলে অনেক দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে।
বক্তারা বলেন, মৎস্য খাত জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্যচাষে আরও অগ্রগতি সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে দেশি মাছের ভাণ্ডার পুনরায় সমৃদ্ধ হবে।
অনুষ্ঠান শেষে স্বাদু পানির মৎস্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ মৎস্য চাষি আবদুল হামিদ, কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণে মো. কাজল হোছাইন ও চিংড়ি উৎপাদনে সাফল্যের জন্য মাওলানা শহিদুল ইসলামকে শ্রেষ্ট চিংড়ি চাষির সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।
কেকে/ এমএস