জন্মাষ্টমী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে টঙ্গী বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড, বউ বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে র্যালীতে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল ও ভজন-কীর্তনের মাধ্যমে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে।
ভক্তবৃন্দ বলেন, জন্মাষ্টমী শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ন্যায়, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে র্যালীতে সনাতন ধর্মাবলম্বীরা
সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমাদের সকলকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। তার আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ প্রতিষ্ঠিত হবে।
র্যালী শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এসময় ভক্তদের কাছে শুভেচ্ছা ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দেন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত র্যালীতে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস ও সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, সহ সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রিদয় চন্দ্র বর্মন ও কোষাদক্ষ আনন্দ সরকার। সহযোগিতায় ছিলেন হিন্দু জনকল্যাণ সমিতি, উপদেষ্টা পরিষদ, যুব পরিষদ এবং সনাতন ধর্মের ভক্তবৃন্দ।