শেরপুরের নালিতাবাড়ীতে আইন শৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজনসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাঁজাসহ আসামি আব্দুস সালামকে (৫০), একই দিন বিকেলে পৌরসভা এলাকা থেকে আসামি সুদীপ ঢালুকে (৪৬) দুই বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।
এদিকে, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপি সদস্যরা রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার থেকে ৪১ বোতল ভারতীয় মদসহ শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওড়া পশ্চিম খন্ড এলাকার জামিল হাসান হৃদয়কে (২৩) আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
এছাড়া নাশকতার মামলায় রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের আমানউল্লাহ বাদশার ছেলে জাকারিয়া (৪৫) ও ওয়ারেন্টমূলে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত ৬ জন আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার বিকালে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।
কেকে/ এমএস