প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ‘মানবতা রক্তদান সংঘ’ রক্তদানের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে নানাবিধ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মো. আশিকুর রহমান সুমনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস.আই মো. খাইরুল ইসলাম, মো. আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, পারভিন আক্তার, মোশারফ হোসেন রিপন, মো. লিটন মিয়া, মানবতা রক্তদান সংঘের কার্যনির্বাহী সদস্য মো. জুবায়ের আহমেদ, মো. রিদয় মিয়া, মো. নাঈম ইসলাম, রাসেল মিয়া, হৃদয় চন্দ্র বিশ্বাস, রাশেদুল ইসলাম রাসেল, ফয়সাল মিয়া, জুয়েল মিয়া, মো. ইমন আহমেদ,হানজালাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষণিক প্রশ্ন উত্তরের মাধ্যমে বিজয়ীদের উপহার হিসাবে ফলজ ও ওষুধ গাছের চারা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফেরদৌস আরা বলেন, ‘তরুনদের এ উদ্যোগ আমাদের নতুন বাংলাদেশ বির্নিমানে ভুমিকা রাখবে। মাদকসহ নানাবিধ অপরাধ থেকে তরুণদের দুরে রাখতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ অপরিসীম। বাঞ্ছারামপুর উপজেলায় মানবতা রক্তদান সংঘের কার্যক্রম আরো এগিয়ে যাক।’
বিশেষ অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, মানবতা রক্তদান সংঘ তাদের কাজের মাধ্যমে পুরো উপজেলায় বিস্তৃত। এ কাজের প্রসারতার মাধ্যমে তরুনরা মেধা বিকাশের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠছে।
উল্লেখ্য, মানবতা রক্তদান সংঘ ২০১৯ সালের ১৪ই আগস্ট প্রতিষ্ঠালাভ করে।
কেকে/ এমএস