লালমনিরহাট আদিতমারী উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আজমল হুদা নিয়মিত কাজের অংশ হিসেবে খামারিদের সরাসরি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও পরামর্শ প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী বটতলা গ্রামের সাংবাদিক রাজ্জাকের গাভীর খামার পরিদর্শন করেন।
এসময় তিনি প্রাণীর স্বাস্থ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ, গলাফুলা, তড়কা, বসন্ত, রাণীক্ষেত, পিপিআর, ব্রুসেলোসিস, ক্ষুরারোগসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সময়মতো টিকা দেওয়া এবং টিকাদান কর্মসূচি পরিকল্পনা করতে সাহায্য করেন।
এছাড়াও অসুস্থ প্রাণীর লক্ষণ দেখে প্রাথমিক রোগ নির্ণয় করা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জটিল ক্ষেত্রে উচ্চতর চিকিৎসার জন্য রেফার করা। খামারে রোগ প্রবেশ ও বিস্তার রোধে পরামর্শ, নতুন প্রাণী কোয়ারেন্টাইন, খামারে প্রবেশ নিয়ন্ত্রণ, জীবাণুনাশক ব্যবহার, পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ, খামার ও আবাসন নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পরামর্শ। উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং লাভজনক খামার ব্যবস্থাপনার উপর সমন্বিত পরামর্শ ও ব্যবহারিক সেবা প্রদান করে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি, খামারির আয় বাড়ানো এবং প্রাণীজ সম্পদের টেকসই উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, মৃত প্রাণী, বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা পরামর্শ প্রদান করেন।
এসময় প্রাণীসম্পদ অফিসের এলডিডিএফ প্রকল্পের এলইও ডা.নুরুন্নবী ও মাঠ বিদুষ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস