মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রাম হতে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. আরিফ এর বসত বাড়ির সমনে ইয়াবা বিক্রির সময় মো. আরিফকে ৮৫ পিচ ইয়াবা ও তার স্ত্রী মোসা. নাছরিনকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ ওই গ্রামের মৃত শামসুল এর ছেলে। নাসরিন আরিফের স্ত্রী।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার এস আই শাহ আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
কেকে/এআর