গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম-উত্তর) মো. রবিউল ইসলাম খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত অবস্থায় দেখা যাওয়া ওই আসামির নাম আরমান। তবে তার বিস্তারিত পরিচয়—বয়স, ঠিকানা, বাবার নাম এবং ঢাকার কোথা থেকে কখন গ্রেফতার করা হয়েছে—এ মুহূর্তে জানানো সম্ভব নয়। পরে এসব তথ্য জানানো হবে বলে জানান তিনি।
ডিসি রবিউল ইসলাম আরো বলেন, আরমানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ আসামি।
তিনি বলেন, এ মামলায় নিহত তুহিনের স্ত্রী ও পরিবার আজ (১২ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে বিকাল ৩টায় কমিশনার গাজীপুরের সকল সাংবাদিকের সঙ্গে কথা বলবেন।
এর আগে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মিজান ওরফে কেটু মিজানসহ আটজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আসাদুজ্জামান তুহিন (৪০) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
কেকে/এআর