লালমনিরহাট আদিতমারী উপজেলার কুমড়ীরহাট ফুটবল একাডেমি পরিদর্শন ও খেলোয়াদের সাথে কুশল বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।
সোমবার (১১ আগস্ট) বিকালে কুমড়ীরহাট ফুটবল একাডেমির আয়োজনে কুমড়ীরহাট হাইস্কুল মাঠে এ কুশল বিনিময় করেন।
উপস্থিত খেলোয়ারদের উদ্দেশ্য ইউএনও বিধান কান্তি বলেন, মাদককে না বলুন। আজকে যে যুবকরা মাদকাসক্ত হচ্ছে সেটা থেকে বেড়িয়ে আসতে ও সুস্থ্য ধারায় বজায় রাখতে খেলা-ধুলার বিকল্প নাই। খেলা-ধুলা করলে শরীর, দেহ, স্বাস্থ্য ভাল থাকে।
এ সময় উপস্থিত খেলোয়ারদের জন্য বল বিতরণ করে খেলোয়ারদের জন্য খেলা ঘরসহ নানা সুযোগ সুবিধার আশ্বাস প্রদান করেন তিনি।
কুমড়ীরহাট ফুটবল একাডেমির কোচ শরিফুল ইসলাম রকির সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল ইসলাম, কুমড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) সহিদার রহমান ও কুমড়ীরহাট হাইস্কুলের ক্রিড়া শিক্ষক যোগেশ চন্দ্র প্রমুখ।
কেকে/ এমএস