ফেনী জেলা বিএনপি যুক্তরাজ্য শাখার কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের অনলাইনে ভোট প্রদানের পর গত ৩ আগস্ট আহ্বায়ক খোরশেদ আলম বাচ্ছু ও সদস্য সচিব হাজী এইউ মাঈন উদ্দিনের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
সকল সদস্যের ভোট ও সম্মতিক্রমে ঘোষিত এই কমিটিতে খোরশেদ আলম বাচ্চুকে প্রধান উপদেষ্ঠা, হাজী এইউ মাঈন উদ্দিনকে সভাপতি ও সানী নাসিরুদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
উপদেষ্ঠা পদে অন্যান্যরা হলেন গিয়াস উদ্দিন গিয়াস, ভিপি শফিকুল ইসলাম লাভলু, আজিজুল হক আজিজ ও মঞ্জুর আলম।
কমিটিতে সিনিয়র সহসভাপতি নুর নবী সেলিম, সহসভাপতি পদে ৪ জন হলেন দেলোয়ার হোসেন লিটন, এএনএম জায়েদ হোসেন, নজরুল ইসলাম আজাদ, পেয়ার আহমেদ পেয়ার ও শামছুল হক পাটোয়ারী।
যুগ্ন সাধারণ সম্পাদক ৩ জন হলেন রাকিব হোসেন, দিদারুল আলম ও ইফতেখার আলম রিংকু। সহসাধারণ সম্পাদক ৪ জন হলেন একরামুল হক শিমুল, মোরশেদ আলম, আনোয়ারুল আজিম টুটুল, মামুনুর রশিদ।
সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন সাইফ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা চৌধুরী, প্রচার সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামীম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম রাশেল, যুব বিষয়ক সম্পাদক মোরশেদ আলম রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান সাহিন।
ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সাইফুল্লাহ টুটুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সজিব চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী মো. সাইফ, ত্রাণ বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরুল হুদা, সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল ইব্রাহিম ও শাহ জামান আবেদ এবং মিসেস সেলিনা বাচ্ছুকে ১নং সদস্য করা হয়েছে।
সংবাদ মাধ্যমকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি মতে ৬২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ৫ জন উপদেষ্ঠা, ৫ জন সহসভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৪ জন সহসাধারণ সম্পাদক, অন্যান্য সম্পাদকীয় পদে ২৫ জন এবং ১৭ জনকে সম্মানিত সদস্য করা হয়েছে।
সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক দাগনভূঞার সাবেক ছাত্রদল নেতা সানী নাসিরুদ্দিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা যুক্তরাজ্য থেকে সোচ্ছার ছিলাম, আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য কাজ করেছি, আমরা দলের নির্দেশনা মতে সকল কর্মসূচি পালন করব।
সদ্য ঘোষিত ফেনী জেলা বিএনপি যুক্তরাজ্যের সভাপতি আশি’র দশকের রাজপথ কাঁপানো ছাত্রদল নেতা হাজী এইউ মাঈন উদ্দিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর যুক্তরাজ্যে আমরা বিএনপির সংগঠন চাঙ্গা রাখার পাশাপাশি সকল দলীয় কর্মসূচি পালন করেছি এবং ফেনীতে আওয়ামী সরকারের মামলা হামলা ও জেল জুলুমের শিকার নির্যাতিত নেতা কর্মিদের নিয়মিত খোঁজ খবর নিয়েছি ও সহযোগিতা করেছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ মতে বিএনপির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্ছ গুরুত্বের সাথে কাজ করার জন্য ফেনী জেলা বিএনপি যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে।
কেকে/এজে