কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডা. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
এ ছাড়া বেলা ১১টার দিকে কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কেকে/এএস