বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, বিএনপি হলো মানুষের ভালোবাসার দল। বিএনপি দির্ঘ ১৭ বছর গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এদেশের মানুষের জন্য লড়াই করেছি এবং সে লড়াইয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে এজন্য মানুষের মন জয় করে একটি জনপ্রিয় ভালোবাসার দলে পরিণত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে লালমনিরহাট আদিতমারী উপজেলা শাখার বিএনপির আয়োজনে, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যাান্ড কলেজ মাঠে ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন,গত বছর ৫ আগস্ট গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছিল। তখন ছাত্র-জনতাসহ এদেশের লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আনন্দ উল্লাস ও বিজয় মিছিল করেছিল। আজকে ১ বছর পূর্তি সেই দিনটি আমাদের মাঝে আবারও চলে আসছে।
দুলু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শেখ হাসিনার আমলে যে নারকীয় তাণ্ডব,হত্যাকাণ্ড চালিয়েছে বিশ্বের অনেক ফ্যাসিস্টকে হার মানিয়ে তাদের রেকর্ড সে ভাঙেছে। পৃথিবীতে যদি কোনো স্বৈরশাসকের সমিতি করা হয় তাহলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবে।
১৭ বছর যাবৎ স্বৈরচার শেখ হাসিনা সরকার আমাদের ওপর অনেক অন্যায়,অত্যাচার,জেল-জুলুম অপেক্ষা করে তার বিরুদ্ধে লড়াই,আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য ৬ বছর জেলাখানায় বন্দি থেকে মৃত্যূর সঙ্গে পাঞ্জা লড়েছিল কিন্তু স্বৈরশাসকের সঙ্গে কোনো আপস করেনি এবং খালেদা জিয়া আমাদের রেখে দেশ ছেড়ে পালিয়ে যাইনি। অথচ আওয়ামী লীগের এমন একজন নেত্রী তিনি কিংবা তার সন্তানদের রেখে পালিয়ে যায়। তাদের কি লজ্জা হয় না।
আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায় আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিএনপির সহসভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আফজাল হোসেন,যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক,আদিতমারী উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান অতিথির নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বের হয়ে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।
কেকে/এএস