নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপির কর্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কর্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী।
আরো বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মনজুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদস্য আরিফুল ইসলাম।
রসুলপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, যুবদল নেতা সালাউদ্দীন সিরাজী পলাশ, ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দীন গাজী, ছাত্রদলের কলেজ শাখার সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ চৌধুরী সজীব, ছাত্রদলের কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো প্রমুখ।
কেকে/ এএস