জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাত এক ব্যক্তিকে প্লাস্টিকের বস্তায় ভরে শুকনো পাতা ও গবরের লারকির আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলি নামক স্থানে, রাস্তার পাশে একটি কলার বাগানে আগুনে দগ্ধ মরদেহটি পাওয়া যায় ।
সরজমিনে গিয়ে দেখা যায়, কলাবাগানে একব্যক্তির পোড়া লাশ পড়ে আছে। লাশের দুই পাশে পাতা ও লাড়কির আগুন জ্বলছিল । পড়ে দ্রুত পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।
তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর, বস্তায় ভরে এই বাগানে এনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি । নিহতের গায়ে একটি লাল গেঞ্জি ও পরণে জলপাই কালারের প্যান্ট রয়েছে ।
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, বাগান যে লিজ নিছে বিকাশ ওর থেকে খবর পেয়ে বাগানে এসে দেখি, আগুন দিয়ে এক ব্যক্তিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দ্রুত আগুন নিভিয়ে ফেলি । লোকটির পড়নে ছিল, লাল রঙের গেন্জি পরনে ছিল গ্যাবাটিং প্যান্ট। লোকটির মুখ পুরোটাই পুড়ে গেছে। লোকটিকে পোড়ানোর জন্য বস্তায় শুকনো পাতা এবং গরুর গবরের লারকি (ঘুটা) জ্বালানো ছিল।
কলার বাগানের মালিক বিকাশ চন্দ্র দেবনাথ জানান, রাত ৮টার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখি, কলাবাগানের আগুন জ্বলছে । পাশে দেখি লাড়কি ও পাতা রয়েছে। একটি বস্তায় একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের ভেতরে গিয়ে লোকজনকে খবর দেই। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।
এঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কেকে/এআর