সাঘাটায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শনিবার (২ আগস্ট) দুপুরে মিথ্যা মামলার প্রতিকার চেয়ে এলাকাবাসী চিথুলিয়া গ্রামে মানববন্ধন ও নীলকুঠি গ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশ মিয়া, আবুল কালাম আজাদ, লিপি বেগম, পবন, সীতা, অনিতাসহ আরো অনেকে।
সান্তনার অসামাজিক কার্যকলাপের প্রতিকার চেয়ে আব্দুল মালেক সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের নিশি চন্দ্র দাসের স্ত্রী সান্তনার সঙ্গে সাঁকোয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম হিন্দু ও মুসলমান ধর্মাবলম্বীর অসামাজিক কাজে বাধা দেওয়ায় পলাশ গংদের নামে মিথ্যা মামলা হয়েছে।
২৫ জুলাই রাত আনুমানিক ১:৩০ সময় জহুরুল ইসলাম সান্তনার বাড়িতে এলে গ্রামবাসী আটক করে। এ ঘটনার জের ধরে পলাশ গংদের নামে মিথ্যা মামলা করেন সান্তনা।
এদিকে, সান্তনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
কেকে/ এএস