বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, আপনার নিজের অপকর্মের দায় দলের ওপর চাপাবেন না। দলের স্বার্থে, দলের শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ হবে না। যদি কেউ দলকে বিব্রত করে, অপকর্মে লিপ্ত হয়, তাহলে তাকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হবে। এতে কোনো স্বজনপ্রীতি করা হবে না।
শনিবার (২ আগস্ট) জিনজিরায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আপনার দলের জন্য ১৬ বছরের ত্যাগ থাকতে পারে, কিন্তু সেই ত্যাগ যদি নেতাকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে তা মূল্যহীন। আমাদের দলের ভেতরেই কিছু দুষ্কৃতকারী আপনাকে আমাকে উসকানি দেবে, ফাঁদে ফেলবে। কিন্তু সেই ফাঁদে পা দেওয়া চলবে না। আপনি যদি সঠিক পথে থাকেন, দলের আদর্শে থাকেন, অবশ্যই আপনার মূল্যায়ন হবে।
নিপুণ রায় আরো বলেন, ৫ আগস্টের পর যেন সবাই বিএনপি হয়ে গেছে। অথচ বাস্তবতা হলো, দলের ভেতরেই এখন ফ্যাসিবাদের দোসরদের স্থান করে দেওয়ার চেষ্টা চলছে। কিছু নেতা তাদের লাইন বড় করছে, নিজেদের আখের গুছাচ্ছে। আমরা এতদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, এখন প্রয়োজনে দলের ভেতরের গুপ্তচরদের বিরুদ্ধেও সংগ্রাম করবো। দলের প্রশ্নে, নেতার প্রশ্নে, জনগণের প্রশ্নে আপোষ নেই।
দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, এই সময়ে আমাদের নেতা-কর্মীরা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের রক্তে ভেজা আন্দোলনের ইতিহাস আছে। তবে আমরা প্রতিশোধ নেবো না প্রতিহিংসার রাজনীতি দিয়ে, নেবো জনগণের জন্য কাজ করে, সহযোগিতার রাজনীতি দিয়ে।
সভা শেষে নেতাকর্মীদের নিয়ে তিনি বিএনপির দলীয় কার্যালয় থেকে জিনজিরা ফেরিঘাট পর্যন্ত বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেকে/এআর