কুমিল্লার চান্দিনায় গাঁজা গাছসহ এক চাষিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ গাঁজা চাষির নাম লিটন মিয়া (৪০)। তিনি চান্দিনা উপজেলার সীমন্তপুর দক্ষিণ পাড়ার হারুন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে চান্দিনা উপজেলার সীমন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম। তিনি বলেন, লিটন তার বসতঘরের পাশে গাঁজা চাষ করছে, এমন খবর আসে আমাদের কাছে। ঘটনার সত্যতা পেলে যৌথ বাহিনী তাকে আটক করে।
ওসি জাবেদুল ইসলাম আরো বলেন, লিটন দীর্ঘদিন গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
কেকে/এএস