মুন্সিগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ১১৯ টি মাদক মামলার ১২৮ কেজি গাঁজা, ৮ হাজার ৭ শত পিচ ইয়াবা ট্যাবলেট, ৪১ বোতল ফেন্সিডিল, ৫ লিটার বিদেশি মদ, ২৮ বোতল স্প্রিট, ১ গ্রাম হেরোইন ও ১ শত পাউন্ড কারেন্ট জাল ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করেন মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান।
এসময় গাঁজা ও কারেন্ট জাল ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ইয়াবা ট্যাবলেট, মদ, ফেন্সিডিল, স্প্রিট ও হেরোইন পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম ও এএসআই রুপন।
পুলিশের সিএসআই শরীফ সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১১৯ টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। এতে ১২৮ কেজি গাঁজাসহ বিভিন্ন পরিমাণের অন্যান্য মাদক রয়েছে। যাহার আনুমানিক মূল্য প্রায় ৬৮ লক্ষ ১৬ হাজার টাকা।
কেকে/ এমএস