পরিবারের হাল ধরতে মাত্র ২ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আরিফ হোসেন (১৮)। প্রবাস জীবন ভালোই চলছিল তার৷ গত ১৮ জুলাই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর নিহত হন তিনি।
বুধবার (৩০ জুলাই) মৃত্যুর ১২ দিন পর ভোর সাড়ে ৫ টার দিকে ছেলের নিথর দেহ নিয়ে ঢাকায় পৌঁছান প্রবাসী বাবা।
জানা যায়, প্রবাসী আরিফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের জামালহাঁটকুড়া এলাকায়। বাড়িতে মৃত্যুর খবর পৌঁছাতেই, মা, ভাই-বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। আরিফের বাবা লাল মিয়া প্রায় ১ যুগ ধরে সৌদি আরবেই থাকেন।
সরেজমিনে দেখা যায়, সকালে ছেলের লাশ বাড়ি ফিরতেই আবারো কান্নায় ভারী হয়ে উঠে পুরো এলাকা। আদরের ছেলেকে দেখে অঝোরে কান্না করছিলেন মা। আর বাবা যেন শোকে পাথর হয় গেছেন। বাদ যোহর জানাজা শেষে প্রবাসী আরিফ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কেকে/ এমএস