দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির একটি মামলায় খগেশ্বর চন্দ্র রায় (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খানসামা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় ১০ বছর পর ২০২৪ সালের ২৩ অক্টোবর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে খানসামা থানায় একটি মামলা করেন। মামলায় প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন,২০১৪ সালের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএস