জামালপুরের দেওয়ানগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) চুকাইবাড়ি ইউনিয়নের ফুটানিবাজার খেয়াঘাট থেকে দক্ষিণে একটি আখক্ষেতে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়ার যায়। স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয় ।
পরে লাশটি উদ্ধার করা হয় । তার পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি জানার চেষ্টা চলছে মৃত ব্যক্তির পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল।
কেকে/এএস