রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর রাশিয়া ও জাপানে সুনামির সতর্কতা জারি করা হয়। সতর্কতা জারির পর জাপানের ফুকুশিমার দাই-ইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে ২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি কেন্দ্রে বড় ধরনের বিপর্যয় ঘটেছিল।
বিবৃতিতে টেপকো জানিয়েছে, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিক কিছু ঘটেনি বা কেউ হতাহত হননি। তবে তারা সুনামি সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
জাপানের আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলজুড়ে সুনামি পরামর্শ জারি করেছে, যেখানে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে আঘাত হানে।
এছাড়া তাইওয়ান, হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্যও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন পশ্চিম উপকূলের বহু অংশেও সতর্কতা জারি রয়েছে।
কেকে/এআর