শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
রাজনীতি
রাউজানে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫০
এম কামাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৩৮ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৯:০৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইট-পাটকেল, পঁচা ডিম নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়াসহ গুলাগুলির ঘটনাও ঘটে। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় পৌরসভার ১নং ওয়ার্ডের গহিরার সত্তারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী ও বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

হামলায় গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গোলাম আকবর খোন্দকারের ব্যবহৃত গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরসহ তিন থেকে চারটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এসময় রাউজান থানার ওসির গাড়িও ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে রাউজান থানা পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনীর টিম উপস্থিত ছিলেন। বর্তমানে রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুল হক বলেন, ‘আগামী ৯ আগস্ট রাউজানে জুলাই শহীদদের স্মরণে রাউজান কলেজ মাঠে বিএনপির কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার (২৯ জুলাই) মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভা যাত্রাটি গহিরা সত্তারঘাট এলাকায় গেলে শহর থেকে গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে রাউজানের দিকে আসা নেতাকর্মীরা অতর্কিতভাবে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। সংঘর্ষে আমাদের তিনজন গুলিবিদ্ধসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার অভিযোগ করে বলেন, গত ৩ জুলাই (বৃহস্পতিবার) রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেন। আজ মঙ্গলবার তার কবর জেয়ারতের উদ্দেশ্যে পৌরসভার সুলতানপুর বড় বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। গহিরা সত্তারঘাট ব্রিজ পার হলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা আমার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাকে লক্ষ্য গুলি ছোড়া হয়। গুলিটি আমার ঘাঁড়ে ঘেষে পেছনে চলে যায়। আমার বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। এ ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় গিয়াস উদ্দিন কদের চৌধুরীর অনুসারী ১৫ থেকে ২০ জন কর্মী রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। আহতরা হলেন মুহাম্মদ হেলাল উদ্দিন, তাসফি, সুমন, গাজী সুলতান, রেওয়াজ উদ্দিন, নিজাম উদ্দিন, অনিক, মিরাজ, জনি, রিয়াদ, আজগর, শাহাদাৎ মিজা, রিবন, আমির, ইমন সাজ্জাদ, সুমন, সাইমন, রিপন, গিয়াস উদ্দিন মুন্না, তারেক, সোহেল চৌধুরী, রবিউল, আব্দুর শুক্কুর প্রমুখ। 

গোলাম আকবর খোন্দকারের পিএস অর্জুন কুমার নাথ জানান, আমাদের নেতা গোলাম আকবর খোন্দকারসহ ২০ জনের মত আহত হন। আহতরা হলেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন চৌধুরী এপিএস আসিকুর রহমান, যুবদলে নেতা সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আওরঙ্গজেব সম্রাট, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি নাঈম উদ্দিন মিনহাজ, মোহাম্মদ হুমায়ুনসহ প্রায় ২০ জন আহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাউজানে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’


কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  রাউজান   বিএনপি   মুখোমুখি সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close