রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠন ও তৃণমূলে গতিশীল করার লক্ষে সাতকানিয়া উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টায় কেরানীহাট সিটি সেন্টারে সাতকানিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে কর্মী সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ শফি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবুর, সহপ্রচার সম্পাদক সোলাইমান বাবুল, সহসমাজ কল্যাণ সম্পাদক নিয়াজুর রহমান, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুনাইদুল হক মাকসুদ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম আযাদ, নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, ফোরকান উদ্দিন, ওমর ফারুক, জমির উদ্দিন, নাজিম উদ্দীন বাদশা, শামশুল ইসলাম।
বক্তরা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার পক্ষে জনগণের কাছে তুলে ধরতে হবে। এই পর্যন্ত যতটুকু রাষ্ট্রের সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে। বিএনপি হচ্ছে নির্বাচনমুখী দল। বিএনপি বিগত সতের বছর সুষ্ঠু নির্বাচনের দাবিতে আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যুবদলের অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম, গুম-খুন, নির্যাতন-নিপীড়ন হতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচারমুক্ত হয়ে ঠিকই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় যথাসময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ করা উচিত।
কর্মী সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবদল নেতা জমির উদ্দিন, সরওয়ার কামাল, দেলোয়ার, রুবেল, আবদুস সাত্তার, কাইছার, হাবিবুর রহমান, জিয়াউর রহমান, কামাল উদ্দিন, আবদুস ছফুর, নাজিম উদ্দীন, আবদুল জলিল, জাহাঙ্গীর, মিম নাসির, সোহাগ, তারেক, আরিফুর রহমান প্রমুখ।
কেকে/এজে