পটুয়াখালীর দশমিনায় একটি গ্রামীণ পাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাশপাড়া ১৪৫নং চর বাঁশবাড়িয়া (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর-দক্ষিণ পাশে ৮শ' মিটার পাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ দাসপাড়া নতুন বাজারসংলগ্ন মোল্লা বাড়ি হয়ে মরহুম জলিল হাওলাদার বাড়ির সামনের ১৪৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মো. নিজাম উদ্দিনের বাড়ির পূর্ব পাশ পর্যন্ত পাকাকরণ করা হচ্ছে। এলজিডি দশমিনা উপজেলা প্রকল্পে এ রাস্তাটি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৮৩ লক্ষ ২৪ হাজার টাকা। ওই সড়কটি পাকাকরণ করার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ১৪৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়া, দশমিনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ইকবাল বশির, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল হাওলাদার, যুগ্ম সম্পাদক মামুন হাওলাদার, ফারুক আলম হাওলাদার, ওয়ার্ড বিএনপির সভাপতি এইচ এম সোয়েব হোসেন ও ঠিকারদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেকে/এএস