সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
প্রিয় ক্যাম্পাস
মানারাত ইউনিভার্সিটিতে নবনির্বাচিতদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১:০৩ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা দেয়া হয়েছে।  

শনিবার (২৬ জুলাই ২০২৫) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ক্লাব সুপারভাইসরি কমিটির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউিজিসি মনোনীত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, কন্ট্রোলার অব এক্সামিনিশন্স ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সায়ীদ, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন প্রমুখ। 

নব নির্বাচিত ক্লাব সভাপতিদের মাঝে বক্তৃতা করেন স্পোর্টস ক্লাবের মুহাম্মদ আবদুল কাইয়ুম, মোরালিটি অ্যান্ড ইথিকস ক্লাবের ওয়ালিদ বিন জামান (ছাত্র) ও সিরাজুম মনিরা (ছাত্রী), বিজনেস ক্লাবের শেখ তাকিব হাসান, ইইই ক্লাবের মো. মাহমুদুল হক, কালচারাল ক্লাবের ইয়াসির আরাফাত, ইংলিশ ক্লাবের মশিউর রহমান, ল' ক্লাবের এস. এম. মোহতাসিম বিল্লাহ, সিএসই ক্লাবের মো. আনিস উদ্দৌলা, স্পোর্টস  ক্লাবের (গুলশান) মো. আসিফ আব্দুল্লাহ। এছড়া বক্তব্য রাখেন ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (ছাত্র) ও সাথী খাতুন (ছাত্রী)। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিভিন্ন ক্লাবের নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, দেশে-বিদেশে, সরকারি-বেসরকারি পর্যায়ে ভালো মূল্যায়ন রয়েছে মানারাত ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের। তাদের সফলতার পিছনে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম অনন্য ভূমিকা পালন করছে। ১৫টি ক্লাবের মাধ্যমে এসব সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, গত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়টি দখল করে নিয়েছিল। গত বছর ছাত্রজনতার বিপ্লবে বিজয়ের মধ্য দিয়ে দখলমুক্ত হওয়ার পর এর উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এসব উন্নয়নে ক্লাবসমূহের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা। 

যে সব ছাত্রছাত্রী জাতীয় পর্যায়ে খেলাধুলা, প্রতিযোগিতা, সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে তাদেরকে বিশেষ বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হবে বলেও ক্লাবের নবনির্বাচিত সদস্যদের এ সময় আশ্বস্ত করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
 
ক্লাবসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবকে আশ্বস্ত করেন।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
মানবিক পদক্ষেপে প্রশংসায় ভাসছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close