মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষিকা, অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে টঙ্গীর বড় দেওড়া হাজী পিয়ার আলী স্কুলের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
কারা অন্তরীণ গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নির্দেশনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, সোলেমান কবির, জহিরুল হুদা বাবু, বিপ্লব সরকার, বাবু, সালাম, মানিক, আলাউদ্দিন সোহাগ, কাউছার, পলাশসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ইতিহাসের ভয়াবহতম এ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ ৩৩ জনের প্রানহানীর ঘটনা ঘটেছে। সারাদেশ এ ঘটনায় শোকাহত। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক। এমন ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার দাবী জানান তারা।
সভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
কেকে/ এমএস