ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় তপন নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহত হয়েছেন আরো ২ জন।
মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তপন নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা শঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত যুবক উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের রনজিৎ রায়ের ছেলে তপন রায় (২৪)। আহত ১ জনের বাড়ি একই উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে শ্রী ফুল (২৫) তারা দুজনেই কাঠ শ্রমিকের কাজ করতেন। অন্যজন আব্দুল আলীম (২২) তিনি পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মোহা. আরশেদুল হক বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। তবে অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এমএস