ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ হাসান জামিল খান জানান, আজ (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজানচর সিএনজি পাম্পের সামনের রাস্তা থেকে ইমরান হোসেন সুজনকে(৩০) একটি প্রাইভেট কারসহ ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত সুজনের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আব্দুল আলীর ছেলে।
এছাড়াও, গতকাল জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের একটি টিম আকষ্মিক অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ আবুল হোসেন(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মামলার এজাহারসূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়াদৌলত গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আবুলকে নিজ বাড়ি হতে মাদক, ৩টি মোবাইলসহ আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, ‘আমাদের অভিযান চলছে, চলবে। যেখানেই মাদকের সন্ধান পাবো, সেখানেই জিরো টলারেন্সে অভিযান চলবে।’
কেকে/এজে