শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:২৮ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

মৌলভীবাজার জেলাকে সবুজে রাঙাতে জেলা প্রশাসনের উদ্যোগে ১লাখ গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হয়েছে এক ব্যতিক্রমী পরিবেশবান্ধব কর্মসূচি।

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

উপস্থিত ছিলেন কৃষি অফিসার মো. আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, সবুজ মৌলভীবাজারকে চাই আরো সবুজময় করতে। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যার মাধ্যমেই প্রকৃত উপকার পাওয়া সম্ভব। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন ও প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে হবে। 

ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, প্রথম ধাপে শ্রীমঙ্গলে ১১টি শিক্ষা-প্রতিষ্ঠানে ৫০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রায় সব শিক্ষা-প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার চারা বিতরণ করা হবে। 

প্রসঙ্গত, গত ১ জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসকের উদ্যোগে মৌলভীবাজার সার্কিট হাউজে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ গাছের চারা বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় ওই দিন জেলা সদরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এরপর কমলগঞ্জসহ পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। জেলার পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ কর্মসূচিকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   চারা বিতরণ   রোপণ কর্মসূচি   উদ্বোধন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close