মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে চুরি করে নেওয়া ৪টি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন।
ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন গত ২২ জুলাই ভোরে উপজেলার উত্তর হিংগাজিয়া এলাকায় একটি পিকআপ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা চোর সন্দেহে ধাওয়া করলে গাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ, চুরি যাওয়া গরুগুলো ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
কেকে/এএস