রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যলাভ ও নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন, শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে।
মঙ্গলবার (২২ জলাই) মধ্যাহ্নে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানের সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের ইমাম মো. হাফেজ মাওলানা মনির হোসেন বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য লাভ ও নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
কেকে/এএম