শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
জাতীয়
উত্তরায় বিমান বিধ্বস্তে মৃত্যু ছুঁতে পারে অর্ধশতাধিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬:২১ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৬:২৭ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফটি-৭ বিজিআই এসি ৭০১ নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। এতে এখন পর্যন্ত বিমানের পাইলটসহ মোট ১৯ জন নিহতের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়াও দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এতে ধারণা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা ছড়াতে পারে অর্ধশতাধিক।

সোমবার (২১ জুলাই) দুপুর ১ টার পর বিকট শব্দে বিস্ফোরিত হয় প্রশিক্ষণ বিমানটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক জাহিদুর রহমান জানান, ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে। 

সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া সাংবাদিকদের বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তখন স্কুল ছুটি হয়ে গেছে। কিছু শিক্ষার্থী বের হয়ে গেলেও অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়। এতে হতাহতের শঙ্কা অনেক বেশি হতে পারে।


স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১ টা ১৪ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরিত হয়, এ সময় দিয়াবাড়ি এলাকায় আকাশে আগুনের কুণ্ডলী ও ধুয়া দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায়। 

কয়েকজন অভিভাবক জানিয়েছেন, দুপুর ১টায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রাইমারি শাখার ছুটি হওয়ায় কিছু শিক্ষার্থী বেরিয়ে যান আর কিছু শিক্ষার্থী বেরোচ্ছিলেন; এমন সময় হঠাৎ আকাশ থেকে বিমানটি আঘাত হানে ক্যাম্পাসের ভিতরে। মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলীতে ছেয়ে যায় পুরো ক্যাম্পাস। 

অনেকে ধারণা করছেন ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে। ক্যাম্পাসে বাচ্চাদের নিতে আসা অভিভাবক ও বহু শিক্ষার্থী এখানে অগ্নিদগ্ধ হয়ে থাকতে পারে। এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  উত্তরা   বিমান বিধ্বস্ত   মৃত্যু   অর্ধশতাধিক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close