নীলফামারীতে জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জিএফ একনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায়, কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় জেলার চারটি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ডেমক্রেসিওয়াচ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন ডেমক্রেসিওয়াচের মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন কর্মকর্তা মাহমুদ হাসান তালুকদার।
এসময় বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, উন্নয়ন সংস্থা ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আখতারুল আলম, আরডিআরএস বাংলাদেশের আমিনুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আশরাফ হোসেন, টিআইবির এলাকা সম্বয়কারী মো. আসাদুজ্জামান প্রমুখ।
ডেমক্রেসিওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান জানান, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা, এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের বিশেষ করে যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, স্বীকৃতি এবং অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের কাছে পৌঁছানো এবং সংগঠিত করাই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। এতে করে নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক ও নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজ ও সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ, নাগরিক সমাজের সংগঠনের নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি পাবে।
সভায় জেলার কর্মরত সকল এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস