ঢাকার ধামরাইয়ে প্রবাসী স্বামীকে চিরকুট লিখে রোমানা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম।
নিহত রোমানা বেগম বালিয়া ইউনিয়নের বাইচাইল গ্রামের প্রবাসী মো. বারনের আলীর স্ত্রী এবং নয়াচর গ্রামের মো. জালালউদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে শ্বশুরবাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
চিরকুটে রোমানা বেগম লিখেছেন, আমি রোমানা, বারন আর আমার সংসার নষ্ট করার জন্য জিহাদের মামায় আর মামি আর নূরনবী ষড়যন্ত্র কইরা আমার নামে মিথ্যা অপবাদ দিছে। বারনের কাছে আমাকে খারাপ বানাইছে, এলাকার মানুষের কাছে আমাকে খারাপ বানাইছে। আমার এই মুখ আমি আর কাউকে দেখাতে পারব না। তাই আমি গলায় দড়ি দিয়ে মারা যাব। আমার মরার জন্য দায়ী থাকবে আনোয়ার, নুরনবী আর নারগিস।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েক বছর আগে মো. বারন আলীর সঙ্গে রোমানার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না। বারন আলী সৌদি আরব প্রবাসী।
নিহত গৃহবধূর বড় বোন অভিযোগ করেন, আমার বোনকে দেবর নুরনবী ও তার আত্মীয় আনোয়ার নানাভাবে হেনস্তা করত। কিছুদিন আগে সে আমাদের বাসায় বেড়াতে এসেছিল। কিন্তু শাশুড়ি ফোন করে রাগারাগি করে তাকে আবার শ্বশুর বাড়ি নিয়ে যায়। এরপরই শুনি সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার বোনের মৃত্যুর বিচার চাই।
এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি এবং একটি চিরকুট পাওয়া গেছে, বিষয়টি তদন্তাধীন।
কেকে/এএম