শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ১২নং দাইমীর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছে। টানা বৃষ্টির ফলে বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের কাঁচা রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটু পানি পার হয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।
সরজমিন ঘুরে দেখা যাচ্ছে, কোমলমতি শিশুরা পিঠে বইয়ের ব্যাগ নিয়ে পানিতে ভিজে হাঁটছে। অনেকে জুতা খুলে কিংবা প্যান্ট গুটিয়ে স্কুলে পৌঁছাতে বাধ্য হচ্ছে। ফলে স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে।
শিক্ষার্থীর জান্নাত আক্তার বলেন, আমাদের যাতায়াতের রাস্তাটা পানির নিচে ডুবে গেছে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়, জামা কাপড় ভিজে যায়, বই খাতা পড়ে যায় এবং আমাদের স্কুলের সাদ দিয়েও পানি পড়ে ভিজা জামা কাপড় নিয়ে ক্লাস করতে অনেক কষ্ট হয়।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ইসলাম বলেন, বৃষ্টির পানিতে সব রাস্তা ঘাট ডুবে গেছে, আমাদের স্কুলে যেতে কষ্ট হয়। যাওয়ার সময় আমাদের বইখাতা ভিজে যায়, আমরা পড়ে গেলে খুবই ব্যথা পাই। এই কারণে আমাদের স্কুলের রাস্তা টা ঠিক হওয়া দরকার।
স্থানীয় অভিভাবক রাবেয়া আক্তার বলেন, আমার ছেলেমেয়েরা প্রতিদিন এই রাস্তা দিয়ে ভিজে ভিজে স্কুলে যায়। কখন যে পড়ে গিয়ে চোট পাবে, এই চিন্তায় থাকি।
১২নং দাইমীর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আসমা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের বাইরে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ছাত্রছাত্রীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেকেই নিয়মিত স্কুলে আসতে পারে না।
একাধিক এলাকাবাসী জানান, বহুবার অভিযোগ করেও কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। তারা দ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত না হয়।
প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত জানান, এবিষয়ে আমার জানা নেই, আমি জেনে আপনাকে জানাবো।
কেকে/এআর