দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ছয় দিন বন্ধ থাকার পর লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র আজ থেকে আবারো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লামা উপজেলার মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে সভা শেষে এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
চিঠিতে বলা হয়, লামা উপজেলার আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক অদ্য ১৭ জুলাই থেকে সব পর্যটনকেন্দ্র/রিসোর্ট খোলা রাখা যেতে পারে।
প্রসঙ্গত : গত ১০ জুলাই বৈরী আবহাওয়ায় ভারী বর্ষণের ফলে পাহাড়ধস ও প্রাণহানির ঝুঁকি এড়াতে উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বান্দরবানের লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন।
কেকে/এএস