জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে জুলাই-২৪ এর ঘটনা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা লেমন মিয়া, শহিদ পরিবারের সদস্য শরিফ আহমেদ , আহত সিয়াম আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পৌরসভার প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার নূর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএস