ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নাটোরে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে শহরের ভাবানীগঞ্জ এলাকায় সরকারি গণগ্রন্থাগারের বিপরীতে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার আমজাদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ অন্যরা।
গণপূর্ত বিভাগের প্রকৌশলী অমিত কুমার দেব জানান, ১৮ ফুট উচ্চতা এবং ছয় ফুট ব্যাসের স্টিলের মূল অবকাঠামোটিতে গণঅভ্যুত্থানের স্লোগান খোদাই করা থাকবে। কংক্রিটের বেদির ওপরে স্টিলের আবরণে গণঅভ্যুত্থানে নিহত শহিদদের নাম লেখা থাকবে।
আগামী ৫ই আগস্টের মধ্যে ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্মৃতিস্তম্ভটি পুষ্পস্তবক অর্পণের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
কেকে/এএস