পিরোজপুরের কাউখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. অহিদুজ্জামান, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুবাইয়া জাহান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার কিরণ চন্দ্র পান্ডে, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি কৃষিবিদ মো. তানভির হোসাইন, সেলপ ও কর্মসূচি কর্মকর্তা মিথুন কুমার দত্ত প্রমুখ।
ব্র্যাকের জেলা সমন্বয়ক জানান, এ বছর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ব্র্যাক, আলট্রা ও পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির সদস্যদের নার্সারি থেকে প্রাপ্ত সাড়ে ৫ হাজার আম ও পেয়ারার চারা জেলার সাতটি উপজেলার আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হবে।
কেকে/এএস