শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
মুন্সিগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড
মুুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:৫৯ পিএম

মুন্সিগঞ্জে শহরের ইদ্রাকপুর এলাকায় মাদক কেনার টাকা না দেওয়ায় নিজের মাকে হত্যার দায়ে ছেলে জাহান শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামি রতন তার আপন বোনকে দা দিয়ে কুপিয়ে জখম করায় অপর একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় করেন। রায় প্রচারের সময় আসামি রতন পুলিশ প্রহরায় আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করেন।

আসামি জান শরীফ রতন সদর উপজেলার শহরের ইদ্রাকপুর এলাকার মৃত ছাবেদ আলী শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, আসামি জান শরীফ রতন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই সংসারে অশান্তির সৃষ্টি করত। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে রতন মাদক কেনার জন্য তার মা জাহানার বেগমের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় রতন ঘরে থাকা তরকারি কাটার বটি দিয়া তার মাকে মাথায় কুপিয়ে জখম করে। মাকে বাঁচানোর জন্য রতনের বোন মনি আক্তার এগিয়ে আসলে রতন বটি দা দিয়ে তার হাতে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর  রতনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থাণীয়রা। ঘটনার পরের দিন নিহতের বড় ছেলে জাহিদ হাসান স্বপন বাদী হয়ে বড় ভাই রতনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। পরে রতন আদালতে মাকে হত্যার কথা স্বীকার করে দোষ স্বীকারমূলক ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। 

এ ঘটনায় দীর্ঘদিন বিচার কার্য শেষে ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রতনকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করে।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহা. নাসিম আখতার (সুমন) বলেন, আদালত সাক্ষ্য  প্রমাণের ভিত্তিতে মাকে খুন করায় ছেলেকে আমৃত্যু কারাদণ্ড ও বোনকে কুপিয়ে জখম করায় অপর ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
ডিএনএ’র মাধ্যমে সনাক্ত হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবেন গ্রামে
যুক্তরাষ্ট্র না রাশিয়া, সাগরের তলদেশের শক্তিতে কে এগিয়ে?
আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

সর্বাধিক পঠিত

‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close