গাজীপুরের টঙ্গীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত চার ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ১টি সুইচ গিয়ার ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (১৩ জুলাই) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাফসান জানি রাহাত (২৮), রাশেদুল ইসলাম (২০), কাওছার আহম্মেদ পলাশ (২৩), রাকিব ইসলাম (২৬)। টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হাতেম আলী কলেজের ছাত্র মাহফুজুর রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার পায়ে রক্তাক্ত জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্লু ছাড়াই ছায়া তদন্ত শুরু করে র্যাব। এক পর্যায়ে নিহতের ফোনের সূত্র ধরে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার মাদক ব্যবসায়ী রাকিবকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১২ জুলাই শনিবার অভিযান চালিয়ে কাওছার আহম্মেদ পলাশকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাশের তথ্য অনুযায়ী ছুরি দিয়ে আঘাতকারী ছিনতাইকারী রাশেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাহফুজকে গুরুতর জখমের জন্য একে অপরকে দোষারোপ করেন এবং তাদের সাথে জড়িত অন্যান্য ছিনতাইকারীর সন্ধান দেন। একই সাথে ছিনতাই এর সময় ব্যবহৃত মোটরসাইকেল চালক রাহাতের সন্ধান দেন। চালক রাহাতকেও একইদিনে গ্রেফতার করা হয়। এর মাধ্যমেই ১টি ছিনতাই চক্রকে গ্রেফতার হয়েছে।
কেকে/ এমএস