জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থান ছিল একটি গণআন্দোলন, যা নতুন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংঘটিত হয়েছিল। কিন্তু আজ অনেকেই এটিকে স্বীকার করতে চায় না। তিনি তরুণদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও শহিদদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে এনসিপি আয়োজিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শীর্ষক সমাবেশে প্রধান বক্তার ভাষণে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়া। কিন্তু আমরা সেই আস্থা ধরে রাখতে পারিনি। আজ জুলাই শহিদ ও আহতদের যথাযথ সম্মানও দেওয়া হচ্ছে না। তিনি ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেওয়ার ডাক দেন।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, আমরা জানি, আগের নির্বাচন কমিশন দিনে ভোট রাতে গণনা করেছে। এখনও শোনা যাচ্ছে, শাপলা প্রতীক নাকি আমাদের দেওয়া হবে না। এই তথ্য কীভাবে মিটিংয়ের আগেই লিক হয়? ধিক্কার জানাই এমন দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে!
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহসহ অন্যান্য নেতারা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়নের দাবি তোলেন।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম সাব্বির আহমেদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।
কেকে/এআর