দৈনিক খোলা কাগজের প্রতিবেদক মো. নিজাম উদ্দিন ও গৃহিণী সেলিনা বেগমের কন্যা আকলিমা আক্তার তৃপ্তী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তৃপ্তী রাজধানীর মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষাতেও সে জিপিএ-৫ পেয়েছিল, যার ধারাবাহিকতা বজায় রেখেই এবার এসএসসি পরীক্ষায় এ ফলাফল অর্জন করল।
তৃপ্তীর এই সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। মেয়ের সাফল্যে গর্বিত পিতা-মাতা সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমাদের কন্যার ভবিষ্যৎ পথচলা যেন আলোকিত ও সাফল্যমণ্ডিত হয়, এই কামনায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।
এ ছাড়া তৃপ্তীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে খোলা কাগজ পরিবারের পক্ষ থেকেও শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন।
কেকে/এজে