সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
দেশজুড়ে
উত্তপ্ত সুন্দরগঞ্জ
‘নেতাকর্মীদের ডিলার করতে রাতেই তালিকা ঠিক, লটারির নামে প্রহসন’
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:৩৩ পিএম

‘আমরা দেখেছি, গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির কয়েকজন নেতা বসে নিজেদের পছন্দের তালিকা চূড়ান্ত করেছে। পরে লটারির নামে প্রহসন করে তারাই ডিলারশিপ পেয়েছে। এটি তীব্র অন্যায় ও চরম দুর্নীতির নজির।’—গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম ও লটারির নামে প্রহসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বুধবার (৯ জুলাই) দুপুরে পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বক্তারা অভিযোগ করেন, ৭ জুলাই রাত আড়াইটা পর্যন্ত উপজেলা কার্যালয়ে অবস্থান নিয়ে বিএনপি-জামায়াত ঘরানার তিন-চারজন নেতা আবেদন যাচাই-বাছাই ও তালিকা তৈরির কাজে প্রভাব খাটান। এরপর ৮ জুলাই ‘লটারি’ করা হয় যেখানে ডিলারশিপ পেয়েছেন বিএনপি একাধিক নেতাকর্মী ও তাদের আত্মীয়স্বজন।

তারা বলেন, লটারিতে যাদের নাম এসেছে, তাদের অনেকের নিজস্ব দোকান নেই, আর্থিক সচ্ছলতার সনদ সঠিক নয়। অনেক বৈধ আবেদনপত্র ইচ্ছাকৃতভাবে গায়েব করে কাগজপত্রের ঘাটতি দেখানো হয়েছে এবং আবেদনকারীদের কোনোভাবে অবহিত না করেই আবেদন বাতিল করা হয়েছে। একই ব্যক্তির নামে একাধিক টোকেন ব্যবহার করে লটারি করা হয়েছে। সবকিছু গোপন রাখতে ও জবাবদিহি এড়াতে একই দিনে আবেদন বাতিল এবং লটারির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বক্তারা বলেন, এই নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সকল আবেদনকারীর উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে যাচাই-বাছাই ও লটারি করে ডিলার নিয়োগ দিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, মোস্তাক আহমেদ, জামিউল ইসলাম জমু, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু, ছাত্রদলের আহ্বায়ক রিয়েল মণ্ডল, সদস্য সচিব হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু এবং সদস্য সচিব আবু রায়হান।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভাইরাল গরুচোর সবুজসহ গ্রেফতার ৫
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন
২০ জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস
অবৈধ্য অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তৎপরতা চাই

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close