শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      বাংলাদেশকে আলাদা কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র : প্রেস সচিব      
দেশজুড়ে
পীরগঞ্জ সরকারি কলেজের ৫ তলা ছাত্রীনিবাসে থাকে মাত্র ৫ জন
বাদল হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ২:২৩ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ২:২৭ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে প্রায় ৬ কোটি টাকায় নির্মিত ৫ তলা বিশিষ্ট আধুনিক ছাত্রীনিবাসটিতে থাকতে চাচ্ছেন না ছাত্রীরা। ফলে ১৫২ জনের স্থলে বর্তমানে এ ছাত্রী নিবাসে রয়েছেন মাত্র ৫ জন শিক্ষার্থী। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও নারী শিক্ষার্থীদের অনিচ্ছার কারণেই আধুনিক এ ছাত্রী নিবাসটি অসল পড়ে রয়েছে।

পীরগঞ্জ সরকারি কলেজ সুত্রে জানা যায়, কলেজটিতে বর্তমানে ৯টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। উচ্চ মাধ্যমিক ও স্নাতকসহ সব মিলিয়ে ৬ হাজারের বেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন। যার অর্ধেকের বেশির ভাগ নারী শিক্ষার্থী।

পীরগঞ্জ সরকারি কলেজে শিক্ষার মান ভালো হওয়ায় আশপাশের কয়েকটি উপজেলাসহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়েছেন। এলাকার বাইরের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি কলেজে ৫ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস নির্মাণ করা হয়। গত বছর ছাত্রবাস দুটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাত্রাবাসে ছাত্ররা অবস্থান করলেও ছাত্রীনিবাসে থাকতে চাচ্ছেন না ছাত্রীরা। ৫ তলা বিশিষ্ট আধুনিক ছাত্রীনিবাসে ১৫২ ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে।

প্রতিজন ছাত্রীর জন্য রয়েছে রিডিং টেবিল, ল্যাম্পসহ সংযুক্ত আধুনিক বাথরুম। প্রতিমাসে মাত্র ৫শ টাকায় একজন ছাত্রীর এখানে থাকার সুযোগ রয়েছে। অথচ অন্যত্র একজন ছাত্রীকে এর চেষে কয়েকগুন বেশি টাকা খরচ করে বসবাস করতে হচ্ছে। তারপরেও শিক্ষার্থীরা ছাত্রী নিবাসে থাকতে চাচ্ছেন না।

পীরগঞ্জ সকরারি কলেজের কয়েকজন ছাত্রী জানায়, কলেজ এবং ছাত্রীনিবাসটি মূল শহর থেকে একটু দূরে। সব কোচিং সেন্টার গুলো শহরে। কলেজ ও ছাত্রীনিবাস থেকে কোটিং সেন্টারে যাতায়াত করতে অসুবিধা হয়। যাতায়াতে সময় অপচয় ও অতিরিক্ত ভাড়া দেওয়ার কারণেই মূলত ছাত্রী নিবাসটিতে কেউ উঠতে চাচ্ছেন না।

একটি বিশ্বস্থ সূত্র জানায়, কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা কয়েক মাস আগে একজন মহিলা শিক্ষকের নেতৃত্বে ৮/৯ জন ছাত্রীকে ছাত্রীনিবাসে তোলে দেন। তারা সেখানে স্বাচ্ছন্দেই বসবাস করছিলেন। কিন্তু কয়েক দিনের মধ্যে ছাত্রী নিবাসে একাধিকবার চুরির ঘটনা ঘটে। এতে আতংক সৃষ্টি হয় ছাত্রীদের মাঝে। তারা ছাত্রীনিবাস ছেড়ে চলে যেতে চাইলে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসে তারা সেখানে অবস্থান করছেন। তবে নতুন করে সেখানে কোন ছাত্রী উঠছেন না।

ছাত্রী নিবাসে অবস্থানরত ছাত্রী আদ্রিতা, তাজমিরা, মোমেনা আক্তার জানান, সেখানে থাকার পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। খোলা মেলা ও নিরিবিলি পরিবেশে তাদের পড়াশুনা ভালই চলছে কিন্তু চুরির ঘটনা, কারেন্ট চলে গেলে অন্ধকার পরিবেশ, ছাত্রী কম থাকার কারণে ডাইনিং ব্যবস্থা চালু করতে না পারা এবং ইন্টারনেট সুবিধা না থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আরো এসব সুযোগ সুবিধা নিশ্চিত করা করা হলে ছাত্রী সংখা এমনিতেই বেড়ে যাবে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, সরকারি কলেজের বিশেষ করে মহিলা হোস্টেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে পুলিশি টহল জোদার করা হয়েছে এবং চুরির সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আমরা সজাগ আছি, খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ মুভ করবে।

পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে স্বল্প খরচে ছাত্রীরা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ৫ তলা ছাত্রী নিবাসের নির্ভয়ে অবস্থান করে যেন তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্যান্য সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রীরা সেখানে থাকলে আমরা তাদের যৌক্তিক সব চাহিদা পূরণ করবো।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close