নীলফামারীতে অসচ্ছল ৩৪ সাংস্কৃতিক কর্মীদের মাঝে মাসিক কল্যাণ ভাতার সাত লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিক কর্মীদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু ও জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল।
জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দ থেকে এ ভাতার চেক বিতরণ করা হয়। এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক হারে এক বছরের মাসিক কল্যাণ ভাতার মোট সাত লাখ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
কেকে/ এমএস