টাঙ্গাইলের সখীপুরে এক রাতেই ঘটেছে চুরির তিনটি পৃথক ঘটনা—দুটি মসজিদের দানবাক্স ভেঙে নগদ অর্থ ও একটি বাড়ির গোয়ালঘর থেকে উন্নত জাতের একটি গাভী চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার (৭ জুলাই) গভীর রাতে সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাহারতা কেন্দ্রীয় জামে মসজিদের বাইরের এবং ভেতরের দুটি দানবাক্স ভেঙে অর্থ লুটে নেয় চোরচক্র।
মসজিদের জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, চোরেরা ওই রাতে মসজিদের ব্যাটারিও চুরির চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তার ধারণা, দানবাক্সে প্রায় ১০ হাজার টাকা ছিল। তিনি উল্লেখ করেন, এর আগেও একই মসজিদে দানবাক্স চুরির ঘটনা ঘটেছে।
একই রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোহাইল বাড়ি পাড়া জামে মসজিদের একটি আলমারিও চুরির ঘটনা ঘটে। সেখানে দান হিসেবে জমা রাখা নগদ অর্থ নিয়ে যায়।
এ ছাড়া, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দাঁড়িয়াপুর ইউনিয়নের ছোটমৌশা এলাকায় কৃষক লাল মিয়ার বাড়িতে চুরি হয় একটি উন্নত জাতের গাভী। গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরুর মধ্যে একটি গাভী নিয়ে দ্রুতগতির একটি গাড়িতে পালিয়ে যায় চোরেরা।
লাল মিয়ার ছেলে মনির হোসেন জানান, চোরেরা গাড়ি নিয়ে খুব দ্রুত পালিয়ে যায়। বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পারলেও তাদের ধরা সম্ভব হয়নি।
একরাতে এমন তিনটি ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশি টহল জোরদার করার পাশাপাশি মসজিদ ও বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, পুলিশি টহল বাড়ানো হয়েছে। আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কেকে/এএস