সমবায় অধিদফতরের বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় সোনাগাজী গোধুলী দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রত্যেক সুবিধাভোগীকে এক লাখ ৬০ হাজার টাকা করে মোট আশি লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের থেরিওজেনোলজিস্ট ওমর ফারুক, জেলা সমবায় অফিসার মো. জহির আব্বাস। উপজেলা সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমানের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক জীবন চন্দ্র পাল।
বক্তারা বলেন, এই ঋণ শুধু আর্থিক সহায়তা নয় আত্মনির্ভরশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঋণগ্রহীতারা সততার সঙ্গে ঋণের সদ্ব্যবহার করে স্বাবলম্বী হবেন এবং অন্যদের অনুপ্রাণিত করবেন। এই প্রকল্পের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কেকে/এজে